নিষ্ফল জীবন
না, হতে পারিনি উল্লাসকর দত্ত
দেশের জন্য ঝাঁপিয়ে পড়িনি
বন্দুকের নলের মুখে
বোমা বানাইনি একটাও।
হতে পারিনি ক্ষুদিরাম
বোমা ছুঁড়তে পারিনি
ঝুলতে হয়নি ফাঁসির কাষ্ঠে।
সালাম বরকতের মতো
ভাঙ্গিনি একশ চুয়াল্লিশ ধারা
রক্তে রঞ্জিত হয়নি রাজপথ
শার্ট রঞ্জিত হয়নি রক্তে
আসাদের শার্টের মতো।
অর্ধ জীবন জেলে কাটেনি
ঘাতকের গুলিতে মরিনি
পুরো পরিবার নিয়ে
বঙ্গবন্ধুর মতো।
হয়তো দু'একটা কথা লিখি
তাতেই বলি কবিতা লিখেছি
দেশের কবিতা, বিদ্রোহী কবিতা
অথচ নজরুলের মতো
একবারও যুদ্ধে যাবার সাধ জাগে নি।
কত দুর্ভাগ্য ভণ্ডামি
কথায় কথায় দলীয় গুন্ডামী
তবু, আমার নাম দেশপ্রেমিকের তালিকায়।
আহা! কত সৌভাগ্য নিয়ে জন্মেছি!