অতঃপর চড়া দামের ফুলগুলোর স্থান হলো দুর্গন্ধী ডাস্টবিনে ;
তিন দিন ধরে অভুক্ত মানুষ হাতড়িয়ে চললো ফেলে দেওয়া খাবারের।
উচ্ছিষ্ট খাবার না পেয়ে
রোদনভরা কষ্ট নিয়ে বাসি পচা ফুলগুলো চিবাতে থাকলো ;
পাশে বসে থাকা শিশুটি ফাগুনের হাওয়ায় কেঁপে উঠল আর চেঁচিয়ে উঠলো মা ! মা ! ও ভাত ! ভাত ! বলে।
©মোঃ আব্দুল হাফিজ
#বেনাপোল
৩০ মাঘ, ১৪২৮
১৩০২২০২২