চাঁদের ভ্রুকুটি দিয়ে শুরু করি সন্ধ্যা
সন্ধ্যার ঘোর কাটে আয়ু ক্ষয়ে
রাতগুলো নির্ঘুম, যেন আমি ঘুম বন্ধ্যা।
আমার বলে কিছুই নেই
নামটিও অন্যের দেওয়া
জন্মের হিসাবনিকাশ মিলানোর আগেই মৃত্যুর পয়গাম -
প্রিয়তমা,
তুমিও আমার নও
আমিও নই তোমার।
কেউ কারো নয় -
জগত জুড়ে আধিপত্য
মায়া ও প্রহেলিকার।