কবিতা নয় কথা
অথবা
কথা নয় কবিতা
১.
টিকটিকি ও মানুষ
মানুষের হাত ও পায়ের আঙুল বিশটি
টিকটিকি'র-ও তাই ;
মানুষ মানুষকে খুন করে হরহামেশাই
টিকটিকির ব্যাপারে কোন প্রমান নাই।
২.
চিংড়ি ও মানুষ
চিংড়ি মাছের হৃদয় মাথায়
মানুষের মগজ মাথায়
মানুষ ঝগড়া করে কথায় কথায়।
৩.
বোনাস ও ফা-ও
বোনাস এখন প্রচলিত
ফা-ও অবনমিত।
আগের ফা-ও ছিল নির্ভেজাল
বোনাসে এখন জড়িয়েছে জাল।
৪.
ভোলানাথ বনাম সোমনাথ
ভোলানাথের নব্বই
আমাদের অব্যয়!
চারিদিকে ভুতুড়ে অন্ধকার
আলো হয়ে আছে নির্বিকার।
সোমনাথের হিসাবে আজো গড়মিল
মগজে সবজির পোকা করে কিলবিল।
তবু্ও, খুঁজি জীবন- জীবীকার মিল
শেষে দেখি আকাশের রঙ্ নীল।
৫.
পিচ্ছিল বাঁশের মাথায় বানর
বানরের অঙ্কটি মাথা খেয়েছিল আমাদের
বর্তমানে মাথা খাচ্ছে বানরটি বাঁশের!
৬.
জনতার পথ আটকে জনতার মঞ্চ
বেহালায় বেজে উঠে -
সুরের বদলে বিভৎস বিঘৎ চিতকার
এ যেন জনাথন সুইফটের স্যাটায়ার!
নতুন দিনের শব্দার্থ -
সত্যবাদী মানে প্যাথলজিকাল লায়ার।
৭.
বোনাস কথা
কষ্ট করে মা
মালা পরে বাপ।
আ-তে আজন্ম
হা-তে হাতড়াই।
©Md Abdul Hafiz