মানুষ হঠাৎ কেন কবি হয়ে যায়?
যন্ত্রণা যখন মানুষ কে বাঁচতে দেয়না,
তিলেতিলে নিঃশব্দে নিঃশেষ করে চলে মানুষ তখন কবিতা লিখতে শুরু করে। কবিতা লিখে লিখে যন্ত্রণাকাতর মানুষ কিছুটা স্বস্তি পায়। বেঁচে থাকার সাহস যোগায়। কবিতায় কোন সত্য গোপন করা যায়না। মিথ্যার কোন প্রশ্রয় এখানে থাকেনা। সত্যটুকু বেরিয়ে আসে অকাতরে। স্বাধীনতা যুদ্ধের জন্য যারা কবিতা লিখেছেন তাঁরা কতটা যন্ত্রণা ও বীভৎস ও বিদীর্ণ হৃদয়ে লিখেছেন, তাঁদের কবিতা পড়লেই বোধগম্যতা সহজ হয়ে যায়। প্রেমের ক্ষেত্রেও তাই, জীবনে মানুষ হওয়ার ব্যর্থতার ক্ষেত্রেও তাই। কবিতা কখনো আপনাআপনি আসেনা। আসে যখন আবেগ উপচে পড়ে। ধরে রাখার মতো সাধ্য থাকে না। ঠিক বন্যার পানির মতো চতুর্দিকে ছড়িয়ে যায়।

#বেনাপোল
১২/০১/২০২১