সুষ্মিতা,
ভালোবাসা শব্দটি অত্যন্ত জটিল
প্রায়ই গণিতের সদৃশতা বিদ্যমান
যেমনঃ
ঐকিক নিয়মে -
জন ও দিনের সম্পর্ক গুন করতে হয়
ভাগ করলেই বিপত্তি ;
ভন্ডুল হয়ে যাবে অংকটি।
a2-b2 = (a+b)(a-b)
বীজ গণিতের ফর্মুলাতে আসি এবার
+ এর জায়গায় - যদি বসিয়ে দেওয়া হয় ;
সবই শেষ অংকটি মেলানো হয়ে যায় অসম্ভব।
'ভালোবাসা' তাই গাণিতিক - ই বলা যায়
সূত্রাবলী নির্ভুল হতেই হয় ;
এতটুকুও ভুল জীবনকে করে তোলে
আশীবিষ সদৃশ যাতনাময়।
সুষ্মিতা,
গণিতে ভালো হতে হলে প্রতিদিনই এর
চর্চা যেমন দরকার
ভালোবাসাও ঠিক তাই
যত্নে যত্নে হয়ে ওঠে গণিতের মতোই মধুময় ও চিন্ময়।
সুষ্মিতা,
আবারও না হয় আমরা গণিত শিখি
ভালোবাসা শিখে নেই, গণিতের মতোই।
#বেনাপোল
২৯/০৬/২০১৯
১১ঃ২৭ পিএম