কাক ডাকা ভোরে ঘুম ভেঙে দেখি
বুলবুলির নাচন। চোখে ছিল তার কোজাগরী রং, ঠোঁটে একটি উজ্জল দিনের রক্তিম আভা । আমার শিক্ষানবিশ কাশির ধমকে উড়ে গেল। মন খারাপের সময় নেই। মনকে খারাপ হওয়ার সুযোগ দিতে নেই। সুযোগ দিলেই জাপটিয়ে ধরে মাঘের বাঘা শীতের মতো। শিস দিলাম। দেখি ফিরে এসেছে। আজ ফাগুনের প্রথমদিন হওয়ার কথা ছিল। হয়নি। চাকরির বয়স বেড়ে যাওয়ার মতো মাঘের বয়স বেড়েছে একদিন। তাই আগামীকাল হবে ফাগুনের প্রথমদিন। অথচ নাচনেওয়ালী বুলবুলি আমাকে বলে গেছে আজই তো সে দিন। বুলবুলি অদ্যকার পক্ষে। কোকিলের কোন সাড়াশব্দ পাইনি। যদিও গাছের ডালে ডালে নৈশব্দে ওড়াউড়ির খেলায় মত্ত ছিল।
মৌনতায় সে বুঝিয়ে দিয়েছে আজ নয়, কাল। বসন্তদূত কোকিল নির্বাক হলে আমি সবাক হই কেমনে?
তাই হৃদয়ে প্রবোধন দিয়ে মুখে কুলুপ এঁটেছি। আগামীকাল মাথার মগজে কিছু সেরোটোনিন দিয়ে লেগে পড়বো ফাগুন বন্দনায়।
©মোঃ আব্দুল হাফিজ
#বেনাপোল
৩০ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ।
১৩০২২০২২