খুব শক্ত করে আমরা নিজেদেরকে
জড়িয়ে ধরেছিলাম
বেঁধে ফেলা হয়েছিল
হাতদুটো পিছমোড়া করে
যাতে পালাতে না পারি।
তারপর চোখ গুলো বন্ধ হয়ে গেলো আপনা-আপনি
হঠাৎ বুটের শব্দে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো
কিছুক্ষণ পরেই মুহুর্মুহু গুলি আর গুলি
সবাই মরে গেল।
আমি মরার ভান করে শুয়ে থাকলাম
কোন এক অদৃশ্য ঈশারায় বেঁচে রইলাম
তবে এখন মনে হয়, খুব করে মনে হয় আমি বেঁচে গিয়ে মরে গেছি।
আর আমার কমরেড-বন্ধুরা মরে গিয়ে বেঁচে গেছে।
কারণ আমার মুখ এখন কুলুপ দিয়ে এঁটে রেখেছে একদল হায়েনা।
© মোঃ আব্দুল হাফিজ
#বেনাপোল