বারুদ ঠাসা সময়ে
শ্রাবণের মেঘে অদ্ভুত কান্ড
মাছ, ফুল, ফল, পাখি ও পশুদের আনাগোনা।
মানবজাতির পাখনা গজিয়ে
আদম হাওয়ার ঘর মুখে অভিযাত্রা।
কংক্রিটের চাইতে উত্তম সবুজ
সে কবেই ভুলেছে মানুষ।
বারুদমাখা ভাত
বারুদমাখা রসনা দ্রব্য
অপেক্ষা এখন বিস্ফরণের!
প্রেম-ভালোবাসা
স্নেহ মায়া সবকিছুই বারুদের দখলে,
নিস্তার কোথায়?
বিস্ফোরিত হতেই হবে।
মায়া ধোঁয়া হয়ে কুণ্ডলী পাকাবে
যথাসম্ভব যথাসময়ে।

© Md Abdul Hafiz
১৪০৮২০২২
বিপিএল
য.বা।