বাংলা আমার মায়ের ভাষা,বাঙালি আমার পরিচয়,
প্রথম কান্না ই দ্বারা;শেষ হাসি আ হোক।
ছোটবেলায় শুনেছি বাংলার মাটিতে,
বীর সেনানীদের স্মৃতি আছে,
তোমার স্মৃতি বিশ্ব বাঙালির পরিচয়।
তোমার স্মৃতির প্রতি ভালোবাসা, সালাম জানাতে,
বাংলাদেশ আমি আসবো।
আসাম আমার রাজ্য মাটি,বরাক আমার জন্মভূমি,
সিলেটী ভাষায় বলছি আমি,শেষ হাসি সিলেটী তুমি হবে।
আধুনিকতার মায়ায় যখন বিশ্ব বলছে,
বরাকে ধীরেধীরে সিলেটী ভাষা জমছে।
গান করবো আমরা রাজদরবারে সিলেটী ভাষা নিয়ে,
সিলেট তোমাকে দেখতে,
বাংলাদেশ আমি আসবো।
এনআরসিতে নেচেছে সবাই,
ছেষট্টি কিংবা একাত্তর নিয়ে।
আমার পকেটে একান্ন থাকবে,
নেট যে এখন খুলবে।
তোমার ঘরে দিনমজুরের সাথে,
আমি আড্ডা করতে;
বাংলাদেশ আমি আসবো।
তোমার ঘরে কেমন হাসি,কেমন খুশি!
গরীব,অসহায়দের মুখে দেখবো।
ভিক্ষুকদের সাথে আমি রাস্তায় বসে,
মানবতার ভিক্ষা করবো।
চা নিবো,খানি খাবো,
এমন মানুষদের সাথে কাটবো।
তাই,তো বলছি...
বাংলাদেশ আমি আসবো।
তুমি শেখবন্ধুর দেশ,নজরুলের দেশ,
আউলিয়াদের দেশ,হাজার লক্ষ কলমের দেশ।
সেকেণ্ডে একখানা কবিতা প্রকাশের দেশ,
যেখানে ঘরেঘরেই কবিলেখক জন্ম নেয়।
তোমার মাটিকে নয়নভরে দেখতে,
বাংলাদেশ আমি আসবো।