মানবরা শ্রেষ্ঠ সম্পদ,বিশ্ববাজার জানে
পশুরাজ হিংসুক হয়েও,আজি ভালোবাসাতে দিন কাটাচ্ছে।
শ্রেষ্ঠ মগজওয়ালা পশু আজি মগজখালি দেখাচ্ছে,
জঙ্গলকে মঙ্গলালয় বানাতে লেগেছে শত শত বছর,
মঙ্গলঘরকে জঙ্গলের রুপ দিয়ো না হে বন্ধু।
মহাত্মার পথ,কালামের বাণী,রবি-নজুর মানবপ্রম,
অপেক্ষার পথে এখনি এই মন্ত্র দাঁড়িয়ে আছে;
ভাষ্য নয় , কর্মতে প্রকাশ করো হে বন্ধু।
জীবকে প্রেম করা,সৃষ্টার পথ
অত্যাচার ও অবহেলার পথে দাঁড়াতে কেউ চায় না।
আধুনিক পশুর চেয়ে পুরাতন পশুই শ্রেষ্ঠ,
তিল-তিল রক্তপানের চেয়ে মরাদেহ ভক্ষণই ভালো।
আধুনিকতার জালে পরে বিড়াল এখন রক্ত খেতে শিখেছে,
ইঁদুরের কষাকষিতে মোরগ এক পা বিহীন।