আমি চলতে চাই অজেনা পথে,
যেখানে জাতি-ধর্ম কিংবা ভাষা নয়,
কর্মের মাধ্যমে আমি আর তোমার পরিচয় হবে।
উন্নয়নশীল ভূখণ্ড আজি জাতি-ধর্মের নামে কোলাহল,
মনিপুর-নাগাল্যান্ড প্রদেশজাত করছে শিকার,
কখনো রাজপথে উলঙ্গতার লীলাখেলা কিংবা মন্দির-মসজিদ-গির্জাতে পশুরডাক।
শিক্ষাগুরু আমার চন্দ্রমোহন, মেঘরাজ আর চঞ্চলা দেবী,
পিতৃতুল্য মানবগুরু মহেন্দ্র মশাইর মানবপ্রকৃতি পরিবেশের স্বপ্ন আমি আর তুমি গড়বো।
আমি রাজনীতি করতে চাই,
আবোলতাবোল বলার পক্ষপাতী আমি নই,
ধর্মঘটে মানবরক্ত,
ব্যক্তি আসন লোভে সংস্থা গড়া,
চলছে এখন পাঞ্জাবে ধর্মগ্রন্থের রাজনীতি;
ধর্ম যাঁর যাঁর, সব ধর্মগ্রন্থের মিলন এক সমান।।
আমি শিখতে চাই শান্তি,ভালোবাসা ও মিলনের জীবনমন্ত্র,
যে পথে হেঁটেছে গান্ধীজী, স্বামীজী,কবিগুরু ও বরাকপিতা,
আমি সেই পথের পূজারী হতে চাই;
আমি হবো সরল পথিক।।