নানা রঙের হৃদয় -হৃদয়া ভরা,
এই বাজার।
কেহ চলে উড়োজাহাজে,কেহ তো বাসে;
ও কেহ চলে এগারো নম্বরে।
কেহ আছে সুখেদুঃখে,
কেহ তো দুঃখাহত;
আছো কি তুমি পূর্ণ সুখে?
সময় তো তোর নাই,ভাববে কি করে!


হাঁসার পরে আসবে কাঁদা,
তোমার কি আছে জানা?
সংসার সুখী হয়,কর্মের গুনে;
ইহলোকে তুমি তো সুখী!
পরলোকে হবে কি?
সময় তো তোর নাই, ভাববে কি করে!


মোরা তো সবাই ভিক্ষুক,
অশ্রুজলে হৃদয় ভিজে;
তোই তো হৃদয়হীন,ভিজবো কি করে।
অট্টালিকা ও বিরাট অংকের টাকা,
আছে তো তোর স্বপ্নের জগতে,
দুদিনের বাজারে এতো কিছু করলি,
পরলোকের বাজার খরচ,
আছে কি তোর পকেটে?
সময় তো তোর নাই,ভাববে কি করে!