চেষ্টা যাঁরা করে,তাঁরা তো শিখে;
হাত ধরে অধিবেশন যারা করে।
তারাই তো আহেল রাহা ধরে,
জীবনপথ চায় মিতালি ;
ফতে ও রুপবান...
নব জীবনধারা চেয়ে আছে মিতালির হাতে।।
জাতির নামে চলছে এ বাজার,
ধর্মই কি তোর প্রধান ঘাতন?
অহিংসা তো মরমর আজি,
চলো, মিতালিকে সাজিয়ে তুলি।
লক্ষ মানব মাঝত একা হতে পারো তুমি,
এ মিতালি আছে তোমারি অপেক্ষায়।
উঠো, হে ভাবী আগি,
তোমাই সহ সে জগত এক করবে।