বসে আছি বরাক নদীঘাটে, করছে ঢেউ রঙ-বেরঙের খেলা।
মাঝি দাদু বলে, যাবে না কি ওই পারে?
না যামু, আছি অপেক্ষায় হৃদয়ের।
চলে সে,দ্বীনবন্ধুর গান গেয়ে,
গান শুনে, নয়নের জল রাস্তা ধরে।
সে গান আর কি পাওয়া যাবে।।
বালিহাঁস একদল দেখি জলে পরে,
মধুর ধ্বনি করছে মিলে;
সাঁতার নাকি শিখতে আইছে।
এসে হৃদয় বলে, এবার হবে তাদের পালা।।
জলে ওরা,ঘাটে মোরা,নৌকায় গান;
আকাশপথে মেঘ,জমিতে শস্য
এটা কি দাদুর পরিবেশ?