তুমি মিশে আছ আমার মনের গহিনে
হৃদয়ের হৃদস্পন্দনে, বুকের গভির কোন কোণে।
হৃৎপিন্ডের ওঠানামার সাথে, আমার প্রতিটা শিরা উপশিরায়
রক্তের সঞ্চালনে জরিয়ে আছে তোমার নাম।
আমার সারা দেহ, মন, অস্তিত্ত ঘোষনা করছে তোমার
জয়গান। বলছে “পৃথিবীতে তুমি যেন সর্গের অপ্সরী;
তুমি না এলে হয়তো পৃথিবীর সৌন্দির্যে কিছুটা কমতি থেকে যেত।
আমার বুকের রক্ত সঞ্চালন আজও চলতো,
আজও আমি বেঁচে থাকতাম।
আমার আমি বিলিন হয়ে যেতনা তোমার মাঝে।
আমার মনের সমস্ত দেয়াল জুড়ে থাকতো না
তোমার ছবি। আমার চিন্তার সমস্ত অধিকার থেকে,
আমি বঞ্চিত হতাম না।
এভাবে পাগল হয়ে বলতাম না, আমি তোমায় ভালবাসি”।
আমার পৃথিবী আজ তোমার আগুনে ঝলসানো
ভালোবাসার ভয়ংকর যুদ্ধে রক্তাক্ত, ক্ষত-বিক্ষত।
ভালোবাসা আজ অসহায় তোমার কাছে।
ভালোবাসার প্রচন্ড রক্তাক্ত মুর্তির সামনে,
আজ আমি ভিত, সন্ত্রস্ত।
আজ তাই আমি হৃদয় দিয়ে বলতে পারিনা
তোমায় ভালবাসি।
প্রচন্ড মনযুদ্ধে আমি পরাজিত সৈনিক।
আর তুমি সেই মনরাজ্যের রানী।
তাই দূরে থেকেও , থাকি আমি তোমার কাছাকাছি।