ইচ্ছে ছিল তারা হব
দূর আকাশে রয়ে যাব।
ইচ্ছে ছিল সকালের ফুল হয়ে
বিকালেই ঝরে যাব।
ইচ্ছে ছিল দুরের কোন পথিক হয়ে
বহু দুরের দেশ পারি দেব।
বাধব ঘর কোন নিজন প্রান্তরে
মানুষ দেখব না যুগ-যুগান্তরে।
গাছের সাথে সখ্য করে,
পাখির সাথে কথা বলে, দিন চলে যাবে।
রাতের তারার সিমানা খুঁজে,
আমাবস্যার চাঁদের খোঁজে, আমি হারিয়ে যাব।
ইচ্ছে ছিল হাওয়া হব
শুধু অনুভুতিতে রয়ে যাব।
ইচ্ছে ছিল শুকতারা হয়ে
একটু রাতেই মুছে যাব।
ইচ্ছে ছিল আতিথী পাখি হয়ে
বরফের রাজ্য থেকে তোমার উষ্ণ দেশে যাব।
ক্ষনিকের ঘরে সপ্ন বুনে
থাকব সবায়, একাকিত্তের দুঃসপ্ন ভুলে।
কখনো শিকারির গুলিতে,
ভয়ে উড়ব প্রান পনে, লাগবে গুলি আমার বুকে।
জীবনের সব মায়া ভুলে,
পারি দেব এক পৃথিবী, চলে যাব ওই পারেতে।
ইচ্ছে ছিল বক হব
সন্ধার ঝাকে উরে যাব।
ইচ্ছে ছিল শরতের মেঘ হব
পাল তুলে উরে যাব।
ইচ্ছে ছিল শ্রাবনের মেঘ হয়ে
ঘুরে বেরাব ছিট মহলে, বৃষ্টি দেব।
কখনো ভাসিয়ে দেব দুই মহাদেশ
বন্যা হব, মহামারি হয়ে কাপিয়ে দেব বাংলাদেশ।
কখনো সুখ হব
এঘর থেকে ওঘরে, বাধব সকল এক সুতোতে।
ইচ্ছে ছিল বিদেহী আত্তা হব,
দেহ ছেড়ে উরাল দেব, চলে যাব পুলছিরাতে।