চারপাশের হাজারো জটিল মানুষের ভিড়ে
আমি বড় বেমানান।
তোমাদের তৈরি মিছে শহরে, কাচের স্বর্গে, মিছে সম্পর্কে
আমি খৃষ্টপূর্ব প্রাচীন কোন গুহাবাসী।
নিজের ভিতরে পাথরের কোন গুহায় আমার বসবাস।
তোমাদের কথা বলা, তোমাদের হাসি, তোমাদের ভালোবাসা
তোমাদের মিছে ভালো থাকার অভিনয়
আমার বোধগম্য নয়।
সহজভাবে সহজে ভাবা আজ সহজেই
বোকামির পরিচয় হয়।