আমরা যদি মানুষ হতাম!
জাতী,ধর্ম,বর্ণ,সংস্কৃতি ও ভাষা ভুলে সবাই যদি এক হতাম-
বন্ধু বলে সবাইকে আপন করে নিতাম।
তবে কেমন হতো?
ভয়াবহ যুদ্ধ,মারণাস্ত্র,হিংসা বিদ্বেষ ভুলে আবার সবে এক হতাম,
সত্যি আমরা যদি মানুষ হতাম!
তবে কেমন হতো?
যদি বদলে যেতে তুমি,বদলে যেতাম আমি,বদলে যেত চারিপাশ!
ভয়ে ভয়ে নয়,লুকিয়ে লুকিয়ে নয়,প্রাণভরে নিতাম নিঃশ্বাস!
আকাশে ওড়বে পাখি,থাকবে না কোন ফাঁদ,
বনের পশু রবে বনে,মানুষ হবো সঙ্গোপনে কাঁধে রাখবো কাঁধ।
তবে কেমন হতো?
হাসবে,খেলবে,গাইবে শিশু,থাকবে না মানচিত্র,কাঁটাতার্
বিভেদের সীমারেখা মুছে সকল যাতনা ঘুচে আমরা হবো সবার।
ইস আমরা যদি মানুষ হতাম!
তবে কেমন হতো?
মসজিদে আজান হবে,মন্দিরে পূজা হবে,গির্জা প্যাগোডায় প্রার্থনা
মানুষের পৃথিবী মানুষের হবে,আমার তোমার বলে কিছু থাকবে না।