শেষ কাব্যের অন্তিম প্রয়াণে সুরতহাল চলছে
চোখের মুখের বুকের।
কেন ও কি কারণে এই অভিমান?
ডাক্তার বা পুলিশ জানে না হৃদয় নামের অন্তঃপুরে কিসের যাতনা পুষে
কোন আগুনে অঙ্গার হল কোমল কচি এই দেহ!
চোখের জলে সে বলেছিল,কিন্তু কেউ বুঝেনি
চোখের জলের ভাষা সবাই বুঝে না।
যেমন বুঝে না বোবার আর্তনাদ,
ডোমের কড়াত,কাঁচি,গোড়ের কোদাল কিন্তু বুঝে সে ভাষা!
যা সে বলতে চেয়েছিল চিৎকার করে,
সমাজ ও ধর্ম নামের কাল বিড়ালের ভয়ে তোমরা বলতে দাওনি।
তোমরা ধর্মের নামে মানুষ মারো,ধর্ম মেরে মানুষ বাঁচাতে জানো না!
অথচ আজ তোমরা চিৎকার করে মাতম করছ।
এ ভাষা বুঝে শুধু মৃত্যু নামের শেষযাত্রার মিছিলে যোগ হওয়া নিরব ও নিথর শরীর!
ততোক্ষণে সমস্বরে বলি রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা!
বল হরি,হরি বল,বল হরি হরি।