বাস্তবতার ক্লাসে কোনো শিক্ষক নেই।
আমি কেবলই ছাত্র,
জীবন বাজারের এই হাটে ঘুরছি,দেখছি শিখছি,
হাটের দোকানে সব বিক্রি হলেও
সব বই পঠিত হলেও মানুষের মন আদৌ পাঠোদ্ধার হয়নি।
স্বার্থের বাজারে মন দেওয়া-নেওয়া হলেও কারো মন কেউ পড়তে পারে না।
আলু,পটল,চাল,ডাল,শিক্ষা,চিকিৎসা,প্রেম ও নারী
এখানে নগদে বিকোয়,
স্বার্থের প্রেমে ও প্রয়োজনে বুদ হয়ে সবচেয়ে যে ভণ্ড সেও ঈশ্বরকে ডাকে।
সভ্যতার যদিও আদি ও অন্ত আছে,
তবে কোন স্বার্থের অন্ধ খেলায় ঈশ্বর বিভোর তা অবশ্য আজও জানা যায়নি।