অসহায় মুহুর্তের বিচ্ছিন্ন ভাবনায় সম্বিৎ ফিরে কবি নিরব!
যদিও হরিৎ কল্পনার আলোকে সাজানো এ জগৎ সংসার।
কল্পনা বিলাশি এক পথিকের পদচারণে নির্বাক প্রকৃতি,
সাদা বক উড়ে সবুজে বিছানো মৃত্তিকার পরে।
আরও উপরে নীল আকাশ,
আকাশে কান্নার জল জমে বরফ হয়ে,আবার মেঘ হয়ে নেমে আসে।
আমার বুক একদিন তোমাদের আকাশ হবে।
এই ভাবনায় কিছু হাসি অথবা মনের গভীরে লুকানো না বলা যাতনার কথা আকাশে উড়িয়ে দিও,
কথা দিচ্ছ আমানত হিসেবে আজীবন জমিয়ে রাখব।
নীল নীলিমায় তোমাদের হয়ে একদিন সব বলে দেব,
তোমাদের যতো ব্যথা,যতো কথা কলমের আলতো পরশে লিখা হবে।
তখন আমি হবো কবি,
কবিতার প্রতিটি শিরোনাম হবে মহাজাগতিক ইতিহাস!