রাস্ট্র এখন আইসিইউতে,সরকার গভীর ঘুমে!
দরকার এখন আত্ন শুদ্ধিকরণ জরুরি এন্টিবায়োটিক।
প্রেসক্রিপশন লিখার মতো ডাক্তার যদিও আছে,
কলমের সংকট চলছে চারদিক।
এই মুহুর্তে ভীষণ প্রয়োজন সর্বরোগ বিশেষজ্ঞ
সহি নিয়তি বোধসম্পন্ন একজন নেতা ও কবির,
আর পঁচাগলা ও মনুষ্যত্বের দুর্ভিক্ষ চলা সমাজের জন্য একজন ঝাড়ুদার।
অথচ চারদিকে শিয়াল কুকুরের হাঁকডাক,
দোয়েল,মাছরাঙার পরিবর্তে উড়ছে শকুনের দল।
উৎ পেতে হায়েনা,
রক্তের স্রোতে উন্মুক্ত হোলি উৎসবে বেশ্যা বুদ্ধিজীবী
মদ আর গেলমানে মত্ত।
অথচ বিটিভি আদলে সকল চ্যানলের স্ক্রলে ব্রেকিং নিউজ,
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়,
প্রধান উপদেষ্টা বাতাবি লেবুর বাম্পার ফলনের ফাইল নিয়ে ব্যস্ত।
বলুন মারহাবা,পড়ুন এবং ভাবতে শিখুন,
গৌরব ও নিসন্দেহে ঐতিহাসিক মুহুর্তের দারপ্রান্তে দেশ,
সর্বত্র মোসাহেবি কর্তাদের হানিমুন চলছে
চলুক,ক্ষতি কী?
কে বলে পাহাড় পুড়ছে,দেবালয় জ্বলছে?
কে বলে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে জীবন্ত মানুষ পিটিয়ে মারার নগ্ন উল্ল্যাসে মেধাবীরা,
কে বলে গণবিয়ের হৈ-হুল্লোড়,উদ্যোম নিত্যের কথা?
দেশের একটি মাজারও কেউ ভাঙেনি,
রাস্ট্রের সর্বোচ্চ আইনকর্তা বলেছেন
দেশের কোথাও বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটেনি
its a clear statement of the state
অতএব আপনি এটাই বিশ্বাস করতে বাধ্য
রাস্ট্র যা বলছে,
যতোসব বাকোয়াজ,এগুলো মুনাফিকের গুজব।
বরং দেশ আগের চেয়ে আরো বেশি গতিশীল,
এই যেমন,
বেতারে উর্দু ভাষার অনুষ্ঠানের তোড়জোড়!
নগরে বন্দরে,হাটে-ঘাটে,মাঠে কাওয়ালি সন্ধ্যা
জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে কায়েদে আজম এর জন্মবার্ষিকী মতো একটি মহৎ উৎসব!
তৌহীদি জনতার উৎসবমুখর পাহারায় উদযাপিত হবে এবারের দুর্গাপূজো!
কী ভাবছেন?
আমি জানি আপনি কী ভাবছেন।
মনে মনে ইশ এক পলকে দেশটা কতো বদলে গেল!
কী দারুণ এক সম্প্রীতির ঐতিহাসিক মুহূর্তে আমার সোনার বাংলা।
এরচেয়ে আর কোন উন্নতি চাও হে একাত্তরের গাদ্দার!
গণপিটুনি,আগুন সন্ত্রাস,দখল,গুম,খুন,ধর্ষণ?
হা হা হা এটাও বুঝলে না?
এগুলো তোমাদের দ্বিতীয় স্বাধীনতার উপহার
তোমাদের জন্য এই ঢের,