আমার নিজের কোন গল্প নেই
অথবা গল্প আছে সেই গল্পে আমি নেই।
রক্ত মাংসের দেহ,সকল অঙ্গপ্রত্যঙ্গ চাহিদা ও যোগান বিদ্যমান!
শুধু আমার নিজের একটি গল্প নেই।
না গাইতে পারি গান
না লিখতে পারি কবিতা-
না আছে শিল্প ও শিল্পিতকে ধারণ করার ক্ষমতা।
আমি নিজে চলতে পারি না,
অদৃষ্ট কে মেনে নিয়েছি সবের মূলে।
ওরা বলে এর বেশি জানতে চেয়েও না তবে তুমি হালাক হয়ে যাবে!
জানার ক্ষমতা যদিও আছে তবুও আত্মসমর্পণ করেছি অদৃশ্য ঈশ্বরে।
ওরা বলে তিনি বিনে তুমি অচল,তার ইশারায় সূর্য উঠে!
আমি বলতে পারি না নিজের,মুখে শাসকের ভয়ে
পুরহিত,ইমাম এ সমাজ ও সভ্যতার মূর্খ পণ্ডিত!
যদিও সভ্যতা থেমে নেই,থেমে নেই বিজ্ঞান।
আমিও গল্প হব,অথবা গল্পের কেউ!
যে গল্পের কোন শেষ নেই,অথবা গল্পের শেষে দারুণ উপমা বা
নতুন গল্পের উপকরণ হব।
যে গল্পে রাজা,রানী ভূতপ্রেত বা অন্ধকার,কাল্পনিক রূপকথা থাকবে না।
গল্পটা হবে একান্তই বাস্তবিক ও জাগতিক,
যে গল্পে লেখা হবে সভ্যতা জয়ের অবশ্যম্ভাবী তৃষ্ণা।