একী মায়া নাকী বিভ্রম?
জীবন প্রণালীর কুহেলিকায় আচ্ছন্ন প্রাণে
যখন প্রেম জাগে,মায়া লাগে।
মায়ায় জড়িয়ে অবশেষে কেউ কাঁদে!
কেউ কেউ পোড়ে,কেউ পুড়ায়!
কান্নার জলে নীল রঙ করে খেলা।
বিষন্ন মনে বা বিবর্ণ হৃদয়ে না ফোটে ফুল না আসে জোয়ার।