বিশ্বাস করুন এমন স্বাধীনতা আমি কখনো চাইনি
যে স্বাধীনতায় উদ্দাম হরিলুট,
জাতির পিতার স্মৃতি বিজরিত ধানমন্ডি বত্রিশে
নগ্ন শকুনের দল ধ্বংসযজ্ঞের মহাত্রাসেরর রাজ্যত্ব করে,
এমন স্বাধীনতা আমি কখনোই চাইনি,
বঙ্গবন্ধু মানেই মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
এ মহান সত্য ও সুন্দরকে যারা অস্বীকার করে
আমি তাদের পিতৃ পরিচয় নিয়ে সন্দিহান!
বিশ্বের স্বাধীনচেতা নিপীড়িত মানুষের মুখে যে চরম সত্য উচ্চারিত হয়,
যে নাম বাঙালির শিরা উপশিরায়
ধমনীর ফলকে ফলকে স্পর্ধিত স্পন্দনে উচ্চারিত
কালের ইতিহাসের সেই মহানায়কের নাম তোমরা কোন কালি দিয়ে মুছতে চাও?
শোনো তবে যতো সব আহাম্মকের দল
পৃথিবীর বুকে এমন কোনো কলম নেই,
এমন কোনো অস্ত্র নেই,
যা দিয়ে পিতা মুজিবের নাম মুছা যায়!
তোমরা হয়তো জানো না।
আটষট্টি হাজার গ্রামের তেরশত নদীর উর্বর পলিমাটির প্রতিটি কোণায় কোণায় লিখা বঙ্গবন্ধুর নাম।
ঐ উত্তর সাইবেরিয়া থেকে মরূসাহারা
ঐ হিমালয় থেকে সুন্দরবন
দেবদূত থেকে পাখির মুখে এক নাম বঙ্গবন্ধু,বঙ্গবন্ধু!
হ্যাঁ আমি জানি,
তোমরা আমাকে দালাল বলবে
গালির স্রোতের বন্যায় নিকুচি করবে আমার চৌদ্দ গোষ্ঠীর।
হয়তো চিরতরে স্তব্ধ করে দেবে আমার প্রাণ।
তবুও যতোক্ষণ এ দেহে একফোঁটা শ্বাস বইবে
আমি স্পর্ধিত স্পন্দনে সগৌরবে বলে যাব
আমি দালাল,আমি বঙ্গবন্ধুর দালাল,
আমি বাঙালি,মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের দালাল!
জয় বাংলা....