তুমি অংকের মতোই কঠিন
তোমাকে পড়তে যতটুকু সময় লাগবে  
সেই সময়ের মধ্যে  হাজার খানিক উপন্যাস পড়ে ফেলা যায়
তুমি যেনো  থিউরী অফ রিলেটিভিটি
যার মুল্য অনেক
কিন্তু কেউ পুরোপুরি বুঝে না