পুরুষের ভালোবাসা বুঝার ক্ষমতা সকলের জন্মায় না
যদি বুঝতো  বিচ্ছেদ হতো না
পুরুষ সবসময় সেরা
সব জাগাতেই সেরা
বাবা হিসেবে সেরা
ভাই হিসেবে সেরা
প্রেমিক হিসেবেও সেরা
তবে পুরুষের ভালোবাসা বুঝার মতোন ক্ষমতা থাকতে হয় বুঝলে যা সবার নাই।
"আচ্ছা কবি মশাই  অনেক পুরুষ তো দেখি নারীদের সম্মান করে না, সব পুরুষ কি তবে সেরা!
এবার কি বলবে শুনি ?"
"উওর দেন "

যারা নারীকে সম্মান করতে পারে না, তারা কি পুরুষ!!!
তাদের ও কি পুরুষ মনে করো তুমি??
তারা কাপুরুষ
আর কাপুরুষের কথা কবিতাতে খাটে না