আচ্ছা তুমি কি জানো,
হৃদয়টা সেই কবে থেকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে?
যেন এক শূন্যতার সমুদ্র ভর করেছে মনের আঙিনায়
ঢেউগুলো যেনো স্পর্শ করে না কোনো তীর
ডুবে যেতে চেয়েছিলাম তোমার চোখের অতল সাগরে,
কিন্তু সেই গভীরতা রীতিমত আমায় আরো ভিতু বানিয়ে দিলো
সে এক ভয়ংকর রকমের ভিতু
তোমার এক চিলতে হাসি,
কেনো যেনো আমার ভাষাকে থামিয়ে দেয়,
হারিয়ে ফেলি শত কবিতার অভিধান
আমি কেবল নির্বাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি— তোমার চোখের ইশারায় বেঁধে ফেলা এক নিষিদ্ধ ভূবন।
আমি প্রেম করতে চাই,
প্রেমে পড়তে চাই
শুধু প্রেম নয় ভালোবেসে
আজীবন কাছে পেতে চাই তোমাকে
খুব কাছাকাছি.....
প্রেমাক্ষম এ হৃদয় চুপচাপ নিরবে তাকিয়ে থাকে
এক দৃষ্টিতে
কি অদ্ভুত শিকলে বাধলে আমায়
অজানা এক অপেক্ষায়।
একি চিরদিনের অপেক্ষা নাকি সমাপ্তি ও আছে,
হয়তো নেই।
তবু মাঝে মাঝে মনে হয়, তোমার সাথেই হয়তো লেখা আছে আমার সমাপ্তি
মাঝে মাঝে ভাবি হাত বাড়ালেই বুঝি—
তোমায় পাওয়া যেত!
আলো-ছায়ায় মেশানো এক জ্যোৎস্না রাত,
এক মুঠো রংধনুর স্বপ্ন আর হৃদয়ের গভীরতম সুর।
কিন্তু কী এক অদ্ভুত নিষিদ্ধতায় বেঁধেছে আমাকে,
যেন হাত পৌঁছায় না— তোমায় ছোয়ার।
প্রেম করতে পারি না,
তোমাকে ছুঁইতেও পারি না,
শুধু দেখেই বেঁচে থাকি,
দূর থেকে ভালোবেসে
প্রেমাক্ষম! হৃদয় আমার
শুধু অনুভব করে,
শব্দ খুঁজে পায় না।
তোমাকে খুব করে কাছে পেতে চাই।
আষ্টেপৃষ্টে ধরতে চাই তোমাকে,
কিন্তু কে যেনো আমায় বেঁধে রাখে অদৃশ্য শেকলে।
প্রেমাক্ষম এ হৃদয়
তোমার মুগ্ধতাকে আকাশের মতো ছুঁতে চাই ,
দেখতে চাই খুব কাছ থেকে
অথচ তোমার নিকটতাই আমাকে করে আরও দুর্বল।
খরগোশ গতিময়তাকে কচ্ছপ বানিয়ে দেয়
তবু আমি থামি না,
বিশ্রামহীন ভাবে চলতে থাকি,
দিগন্তের পথে।
তোমাকে না পাওয়ার এই অক্ষমতাকেও আমি ভয়ংকর রকমের ভালোবাসি,
সে তো আমায় তোমারই দিকে নিয়ে যায়।
খুব কাছাকাছি
মাঝে মাঝে ভাবি তুমি তো আমার কেউ না
আবার ভাবি একটু চাইলে অনেক কিছুই হতে পারতে