এই যে একটু খানি জ্বর
একটু খানি ঠান্ডা
হালকা কাপুনিতে ক্লান্ত আমার দেহ
একটুখানি হাসির আবির মাখা
ক্লান্ত নিঝুম রাত্রিতে আর খোজ রাখে না কেহ

নষ্ট জগৎ, নষ্ট ভ্রম
নষ্ট জগৎটাই
ভালো মানুষ,সুফি সাধু এথায় পাওয় দায়!!

এমা পাপি হবে বুঝি!!??

পাপি ছাড়া যায় না চলা
যায় না কোনো কথা বলা
ক্ষুধা পেটে থাকতে হয়
হয়না রুটি রুজি

এই পৃথিবী এমন
এই পৃথিবীর মানুষ গুলো যেমন

যায়না এথা সঠিক পথে চলা
যায়না এথা সৎ সাহসে সত্য কথা বলা
যায়না উচিত কথা শোনা
এই পাপের রাজ্যে পাপ না করাটাই  অনেক বড় গুনাহ