একটা চিঠি দিও
অযত্নে ফেলে রাখা কলমে,
অব্যবহৃত কোনো এক পুরোনো খাতার পাতায়,
যত্ন করে তোমার সুন্দর লেখনিতে একটা চিঠি দিও।
তারপর তা ডাক বিভাগে নিয়ে পাঠিয়ে দিও আমার ঠিকানায়,
তোমার ঠিকানা না হয় গোপন রেখো,
আমি বুঝে নিবো।
একটা চিঠি দিও
এই যুগে তো আর চিঠির মুল্য নেই,
হাজারো চ্যাটিং এর ভিড়ে হারাতে বসেছে পুরোনো প্রেম,
তবুও একটা চিঠি দিও
আমি যত্ন করে রেখে দিবো আমার
ওয়ালেটে।
যখন চারিদিক নিরব-নিস্তব্ধ থাকবে খুলে দেখবো
কি লিখেছে আমার পাগলি টা.........