আষাঢ় মাসে বৃষ্টি ঝড়ে
এবার ঝড়লো না
আষাঢ় মাসে পুকুর ডুবে
এবার ডুবলো না।
আষাঢ় মাসে আকাঁশ ভরা
মেঘ তো জমলো না।
সারা দিন রাত গরম রোদে
পরিবেশটাই থমথমে।
একটুখানি পানির আশায়
মাটি খা খা করে।
মাঠ ঘাট সব ফেঁটে গেল
পানির আভাবে।
গরম রোদে মানুষ গুলো
সব করছে হা হা কার
একটু বৃষ্টি পেলে সবাই
প্রাণ ফিরে পেত আবার।