এই সুন্দর ধরায় সজ্জিতমান সবই!
কিন্তু ছেড়ে চলে যাব একদিন সবি
সবি সজ্জিত থাকলেও থাকবো না আমি
যদি রেখে না যাই স্মৃতি
মনে করবে কি কেউ আমায় বুঝি?
ঐ গোলাপ বাগানের গোলাপ কতই
না যত্ন করেছিলাম খুজে খুজি
মনে রাখবে কি আমায় সেও বুঝি?
সেই গোলাপের ঘ্রাণ মনে হয় কত ম্লান
বুঝি না, এই ধরায় মায়া লাগে কেন সবি?