কষ্টে ভরা জীবন
নেই কোন শান্তির আয়োজন।
শান্তির খোঁজা খুঁজি
কষ্টের বাড়াবাড়ি
এভাবেই চলে জীবন
নেই কোন শান্তির আয়োজন।
মানুষ মানুষের জীবনে
করে শুধু কষ্টের আয়োজন
যেখানে দেখিবে
কষ্টেরী শিহরে
ভুগিছে মানুষ জন।
কত বাড়ি কত ঘর
কষ্টতেই ছাড় খাড়
পুড়িছে মানুষ জন।
উপরে দেখিবে ভালো
ভিতরে পুড়িয়া কালো
এটাই কী জীবন?