রাত জাগা আঁকাশ প্রহরী
নামটি তোমার চাঁদ!
সারা রাত জাগো তুমি
একটুও নাওনা হাঁপ।

সারা রাত চোখ মেল তুমি
একটুও হওনা কাত।
সারা রাত আলো ছড়াও
একটুও বলো না থাক।

তোমার আলোয় রাতটা
সবার মধুর হয়ে যায়।
তোমার আলোয় আড্ডা জমিয়ে
রাতটা মজার হয়।

তোমার আলোয় স্বপ্ন
বুনি বসে সারা রাত।