তোমাকে চাই সকালের শুভ্রতায়
তোমাকে চাই গোঁধূলির বর্ন ছটায়
তোমাকে চাই হালকা বরষার ছোয়ায়
তোমাকে চাই আঁধো জোছনায়
তোমাকে চাই বসন্তের সমীরনে
তোমাকে চাই শরতের কাশবনে।
তোমাকে চাই বৃষ্টির মধ্যে কোন গাছ তলায়
বড় এক নদীর মাঝে তীব্র ঢেউয়ের দোলায়
শুধু তুমি আর আমি, সেই খেয়ায়,
নড়বড়ে সাকোর উপর,তুমি একটু অসহায়
বাড়ী ফিরতে আঁধার হয়ে যাওয়া পথে,
একা তুমি চঞ্চলতায়।
তোমাকে চাই আমার মনের আঙ্গিনায়
আমার দুচোঁখ জুড়ে সপ্ন আঁকায়
তোমাকে চাই নদীর পাড়ে, আমার প্রতীক্ষায়
পথ চেয়ে আছি তোমার ভালবাসার অপেক্ষায়।
কত যে কথা কত যে ব্যথা
কত যে অশ্রু কত আকুলতা
হয়তো বোঝাতে পারিনি তোমায়
বলিতে পারিনি আমার নীরব ভাষায়,
তুমি মিশে আছ আমার ভালবাসার কবিতায়।
--------o-------