প্রেম করার অপরাধে বিয়ে দিয়ে দিলো
মন নয় দেহটাকে শ্বশুড়বাড়ী পাঠালো,
অনীকের সংগে আমার বাঁধনের রজ্জুটা
তিন বছরে গড়া ভালবাসার সেতুটা,
তেমনি রয়ে গেলো
তবু স্বামীর ঘরে যেতে হলো।

যে দিকে তাকাই অনিকের মুখটা দেখতে পাই
মনের মাঝে অনিক ছাড়া কারো অস্তিত্ব নাই,
স্বামী যখন কাছে আসে চোঁখ বুজে থাকি
অনিকের ভালবাসা বুকে চেঁপে রাখি,
জানি এটা সীমাহীন প্রতারনা
অনিকের প্রেমের জালে চির বন্দী আমি
মূক্তির উপায় নেই জানা।

শয়নে স্বপনে অনিক পাশে দাড়ায়
শুধু বলে যায় ভুলনা আমায়,
শুনেছি বাচ্চা যখন পেটে থাকে
মা তখন যার কথা বেশি মনে রাখে
বাচ্চার মুখটা তার মতই হয়,
কথাটা যেন সত্যি হয়
আমার সন্তান যেন অনিকের চেহারা পায়
তৃষিত অন্তর বারি খোজে মরিচীকায়।

আমি তার নাম রাখবো অনিক
বিধাতা যে শাস্তি দেয় দিক,
মন যদি একটু শান্তনা খুজে পায়
জানি পাপ, তবু নাই যে উপায়
বিরহের অনল যদি অনিকের একটু ছোয়া পায়
বড় ব্যথা ভালবাসায়।
                     --------o------