ঝর ঝর বরষা
********
মেঘ ডাকে গুম গুম
কাল মেঘ সরষা
পথ ঘাট নিঝঝুম
ঝর ঝর বরষা।

টিনের চালে ঝম ঝম
মাঠ ঘাট কর্দম
গাছের পাতা ঝির ঝির
পাখির ছানা তিরতির।

ব্যাঙ ডাকে জলে জলে
গরু ডাকে গোয়ালে
হিম হিম হাওয়ারে
কেউ যাবেনা বাহিরে।

আকাশের ঝিলিকে
বিজলীর চমকে
বাড়ী ঘর উজ্জল
মন আমার চঞ্চল।

কড় কড় পড়ে বাজ
মাঠ ঘাট ডুবলো
চড়ুই পাখি বাসা ছেড়ে
ঘরে এসে ঢুকলো।

আকাশ জুড়ে কাল মেঘ
শন শন বাতাস
মেঘের মাঝে গুড় গুড়
জল জল আকাশ।

জড়সড় ঘাটের মাঝি
ছলাৎ ছলাৎ নদী
ছল ছল মায়ের চোঁখ
বাইরে গেছে দিদি।
    ------o-----