বৃষ্টি পড়ে রৌদ্র ওঠে
রঙধনু ঐ আকাশে
খোকন সোনা যাচ্ছে হাটে
নৌকা চলে বাতাসে।

ভেজা রোদে বিকেল বেলা
গাছের পাতা চিকচিক
আকাশ জুড়ে রঙের খেলা
নদীর জলে ঝিকমিক।

বৃষ্টি পড়ে রৌদ্র ওঠে
জেলের নৌকা ইলিশ ধরে
একটু জোড়ে বাতাস এলো
পালের নৌকা ছুটলো জোড়ে।

সোনালী মেঘ ভেসে বেড়ায়
যখন তখন বৃষ্টি ঝড়ায়
রোদ বৃষ্টির মধুর খেলায়
মিষ্টি বিকেল আবীর ছড়ায়।
          ------o-----