বৃষ্টি এল দুপুরে
খোকা গেল বাহিরে
আয়রে খোকা ঘরে আয়
ভিজিস না আর বরষায়।

দুপুর বেলা বৃষ্টিতে
ভাল লাগে ভিজতে
শেওলা পড়া মাটিতে
অনেক মজা ছুটতে।

ইচ্ছে করে আছাড় খেতে
জল কাদা গায়ে মাখতে
এখন ঘরে যাব না
ও মা তুমি ডেকোনা।

দুপুর বেলার বৃষ্টিতে
মন থাকে না ঘরে
আকাশ থেকে ঝরনা ধারা
গায়ে ঝরে পড়ে।

ভিজে ভিজে বৃষ্টি জলে
মন মেলেছে পাখা
বৃষ্টি ধারায় মনের পাতায়
খুশির কাব্য লেখা।
     ------o-----
'সাপ্তাহিক পলাশ' পত্রিকায় প্রকাশিত।