ছোট একটা কাঠের ঘর
গোল পাতার ছাউনি
সন্ধ্যা নদীর পাড়ে থাকি
আমি এক জেলেনী।
স্বামী থাকে জলে জলে
ফিরে আসে সন্ধ্যা হলে
রাতের বেলা জলের শব্দে
ঘুমিয়ে পড়ি দুজন মিলে।
জলের দিকে তাকিয়ে থাকি
ঢেউয়ের খেলা দেখি
কলের নৌকা জোড়ে চলে
পিছে ওড়ে পাখি।
ছোট ছোট নৌকা গুলো
ঢেউয়ের তালে নাচে
আমার স্বামীর তরী খানি
কত দূরে আছে?
বড় বড় জাহাজ জলে
আলো ঝলমল
আমার ঘরে ছোট্ট প্রদীপ
হাওয়ায় টলমল।
নদীর জলে নেমে থাকি
স্নান করার ছলে
এই নদীরে ভালবাসি
সুখের ছোয়া তার জলে।
জোয়ার ভাটা খেলা তার
উথালপাতাল মন
সকাল সন্ধ্যা চেয়ে থাকি
আমায় ডাকে সারাক্ষন।
------o------