কাজের মেয়ে ময়না
বেশি কথা কয়না,
যদি পায় দুটো ভাত
কাজ করে দিন রাত,
একটু ভুল যখনি
খেতে হয় বকুনি।

কাজের মেয়ে ময়না
নিজের বাড়ী যায় না,
বাপের কথা মায়ের কথা
ভাইয়ের কথা বোনের কথা
মনে তার করতে মানা
কান্না করা অধিক মানা।

কাজের মেয়ে ময়না
একটু আদর পায়না,
বাপের ঘরে অভাব বড়
ভাত খেতে পায় না,
মায়ের কত কষ্ট তার
পরানে আর সয়না।

কাজের মেয়ে ময়না
বাড়ীর খবর পায়না,
বাপে তার আদর করে
নাম রেখেছে ময়না,
ময়না গেছে বোবা হয়ে
কথা আর কয়না।
    ------o-----