কত কাজ যে আছে পড়ে
করতে হবে আজকে দিনে
আমি মাগো দিনের বেলা
ঘুমাই কেমনে?
খেলাঘরের ছাউনি দিবো
মাছ ধরার ছিপ বানাবো
ঘুড়িটা যে গেছে ছিড়ে
একটু তালি দিতে হবে
বলটা গেছে হারিয়ে মা
এক্ষুনি তা খুজতে হবে।
খেলার সাথী আসবে যখন
সাঁতার কাটতে যেতে হবে
দুপুর বেলা বাঁশ বাগানে
মাদুর পেতে গল্প হবে।
শালিক পাখির বাসাটা মা
একটু দেখে আসবো
পথে যদি পাই কোন ফুল
একটু খুজে দেখবো।
দিদির আবার বায়না আছে
কি যে সব কিনতে হবে
বিকেল বেলা খেলার পরে
দোকান হয়ে ফিরতে হবে।
লিখতে হবে পড়তে হবে
খেলতে হবে খেতে হবে
বাঁধা পড়ে আছি যে মা
কাজের বাঁধনে,
আমি মাগো দিনের বেলা
ঘুমাই কেমনে?
------: o : -----