সহজ জীবন
*******
আমার স্বামী গরীব কৃষক
গরীব নয় তার মন,
সারাদিন মাঠে থেকেও
ছোট এক সুখের জীবন।

তার বেশি চাওয়া নেই
মনে কোন কালো নেই,
বৌ এর প্রতি খেয়াল রাখে
ভালবাসার অভাব নেই।

ধনী হবার সাধ নেই
মনে কোন লোভ নেই,
অন্যকে ছোট করার
তার কোন শখ নেই।

ভাল কে ভাল বলে
মন্দকে মন্দ,
পিছে কথা বলে কারো
লাগায় না দ্বন্দ।

কারো বেশি ভাল হলে
মন তার জ্বলে না,
কারো বেশি দুঃখ হলে
তার ভাল লাগে না।

কেউ যদি ঝগড়া করে
চায় না সে জিততে,
হাসি মুখে হেরে আসে
তাকে খুশি করতে।

তার কোন শত্রু নেই
নেই প্রতিদ্বন্দি,
মগ্ন হয়ে নিজের কাজে
নিজের ভূবনে বন্দী।

সবার প্রতি অগাধ বিশ্বাস
কেউ তার ছোট না,
ভালবাসার মূল্য দিতে
নেই তার ছলনা।

মানুষের দোষ খোজার
নেই কোন ভাবনা,
মনটা তার নীল আকাশ
ভরা থাকে জোছনা।

সহজ সরল জীবনটাকে
অযথা জটিল করে না,
মিথ্যে আশার তরী নিয়ে
ঝড়ের মধ্যে পড়ে না।
         ------o-----