ভালবাসার রং
********
ভালবাসার রং যে কত
দেখেছি তা বিয়ের আগে
মন ছিল তার ঝরনার মত
পাগলপারা অনুরাগে।
হঠাৎ কোথাও দেখলে ভাবে
চাঁদ নেমেছে ধরায়
যেন শুক তারাটা ধরে এনে
আমার কপালে পড়ায়।
এই পৃথিবীর সব ফুল
দিতে পারে আমায়
জানটাও যে দিতে পারে
আমার চোঁখের ঈশারায়।
দেখা করার কত ছল
হাজার কাজের বাহানায়
প্রেম বুদ্ধির অলিগলি
প্রেম করলে জানা যায়।
টেলিফোনে কাব্য কত
আকুল কত মন
বারে বারে কথা বলতে
আমার বুঝি যায় জীবন।
প্রেমিকার চোঁখ যে গভীর সাগর
চোঁখে তার মন হারায়
এক দন্ড না দেখিলে
ডুবে মরার নাই যে উপায়।
বিয়ের পরে চেয়ে দেখি
সব কিছু বদলে গেল
ভালবাসার ফুলগুলি সব
সাদা গোলাপ হয়ে গেল।
যুদ্ধটা যে শেষ হয়েছে
আমি এখন বন্দী
ভালবাসার রং গুলি সব
যুদ্ধ জয়ের ফন্দী।
-----o-----