বর্ষা কালে কদম ফুল
দিনে রাতে গন্ধ ছড়ায়
তাল পুকুরে শাপলা ফুল
তুলবি যদি আয়।

রাজ হংস সাতার কাটে
ভরা জল পুকুরে
ছোট বৌ আসলো ঘাটে
নীল শাড়ী পড়ে।

বৌ কথা কও পাখি ডাকে
হিজল গাছের ডালে
রাজ হংস কাছে এসে
বৌ এর সাথে খেলে।

লাল শাপলা ডেকে বলে
আমায় তুলে নাও
খোপায় বেঁধে একটু হেসে
আকাশ পানে চাও।

নীল নীল আকাশে
সাদা মেঘ ওড়ে
কলসি কাঁখে ছোট বৌ এর
ঘোমটা খসে পড়ে।

লাজে রাঙা ছোট বৌ
মুখ নীচু করে
টলটলে জলে তার
মুখের ছায়া পড়ে।
    -------o------