মনের সকল মাধুরী মিশায়ে
অনেক দিনের স্বপ্ন দিয়ে
তোমার প্রতিমা গড়েছি অন্তরে
অনেক ভালবাসা জমিয়ে রেখেছি
কথার মালা সাজিয়ে রেখেছি
জীবনে আমার বাঁধিব তোমারে।
ওগো মোর অনাগতা জীবন সাথী
কেমন হবে তুমি?
কেমন হবে তোমার মন?
যেন মুক্ত আঁকাশ, সবুজ বন,
তটিনী চলে তার চরণ চূমি।
আমার কথাটা রেখ,
ঠিক আমার মনের মত হয়ে এস
আমার হৃদয়ের ছন্দ হয়ে এস
না না, বেশি সুন্দরী হতে বলছি না
শ্যমলা বরন হালকা গড়ন
টানা টানা দুটি চোঁখ
মনের আকাশে যার শুধু সাদা মেঘ
অমলিন অন্তর লোক।
মায়াময় কোমল দুটি হাত
যেন তপ্ত হৃদয়ে দখিনা বাতাস
মুছে দেয় মনের ক্লান্তি অবসাদ
ক্ষনিকের বিরহে ব্যথার অশ্রু
প্রশান্তির ছায়াঘেরা বিধাতার আশীর্বাদ।
তুমি বিচিত্র রূপে এস
কখনো বর্ষা ,কখনো শরৎ
কখনো বসন্ত হয়ে এস
আমার আনন্দ ব্যথার সাথী হয়ে এস
আমার ব্যথা যেন তোমার ব্যথা হয়
আমার সুখ যেন তোমার সুখ হয়।
--------o------