দিন থেকে দিনান্ত,
নিশ্চল, নিস্তব্ধ, অনড়
তথাপি
সময় কারও কাছে দাসখত দেয়না
কারও দাসত্বও নেয়না
ধৈর্যের সারিতে দাঁড়ানো
নিয়তির সন্ধিক্ষণ।

ইচ্ছের আঁচল পেতে
অংশিদারিত্বহীন আনাগোনা,
অতঃপর
বিস্মরণের ডুবু জলে সন্তরণ-
চোখে মুখে এতটুকুও শ্রান্তি নেই
নিজেই নিজের গ্যাটে গোঁজা
কোন অমূল্য রতন।

অবশেষে
সময়েরই বিন্যাসে
দুপুরের অবিরল রোদ্দুর
দিবাশেষে অবিচল নিষ্পলক রাত্রির
অগোচরে নিজেরই আত্মার কাছে
নিঃশর্ত আত্মসমর্পণ।

(“বাসপ কাব্য সংকলন” থেকে)