ঘরের যারা রইলো ঘরে
পরের যারা হইলো পর,
আপন করে নিলাম যারে
বেলা শেষে ভাঙ্গলো ঘর।
গাঙ পেরুনোর আগেই দেখি
ঘাটেতে যে ডিঙ্গি নেই,
সকল কিছুই লাগলো মেকি
অসময়ে খেলাম খেই।
ঘরেরও না, পরেরও না
এমন জনার দশা কি?
ভেসে যাওয়া শ্যাওলাপানা
বর্ষা কালের বাসন্তী।
হাতের গেলো, পাতের গেলো
রইলো তবে কি বাকি,
দিনের আলো যেই ফুরালো
সাঁঝের আলোয় সব ফাঁকি।