সত্য সকলই উধাও হয়েছে,
অসত্য করিছে রাজ
সত্য প্রকাশ করিলে কখনও,
সহসা পড়িবে বাজ।
সত্যরে সকলে অপমান করে,
চরণের তলে দলে
সেই অপমানে সত্যের বাণী,
কোথা যে গিয়েছে চলে।
অরুণ রবি উদিত হয়না,
এখন আর তোরণ দোরে
শাখের বিহগ আকুলিত হয়ে,
ডাকেনাতো কোনও ভোরে।
মিথ্যার ছাপে নিভে গেছে কবে,
সত্যের দীপশিখা
সত্য প্রকাশে এখন আর কেহ,
আঁকেনাকো জয়টীকা।
গভীর নিশীথে সত্য ঘুমায়ে,
বিশ্বটা বিবেক হারা
সত্য প্রকাশে বিবেকের মাঝে,
দেয়নাকো আর নাড়া।
রাতের আঁধার ঘনায়েছে হেথা,
নিভিয়া গিয়াছে বাতি
মিথ্যারে লয়ে সকলে অধীর,
করিতেছে মাতামাতি।
বিশ্ব বিবেক জাগিবে কবে যে,
সে আশাতে বসে থাকা
চেতনার শিখা বহিবে কি ফের,
বিজয়ের চিহ্ন আঁকা।
(“শূন্য দশকের কবি ও কবিতা” থেকে)